Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,পুঠিয়া,রাজশাহী এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগত।প্রশিক্ষণ নিন,আত্মকর্মী হউন।


শিরোনাম
আত্মকর্মীর সাফল্য কাহিণী
ডাউনলোড

আত্মকর্মীর সাফল্য কাহিণী

আমি মোঃ ইউসুফ আলী

পিত-মোঃ ইসমাইল  হোসেন

গ্রামঃ- নন্দিপাড়া, ডাক: সাধনপুর, উপজেলা/জেলা: পুঠিয়া,রাজশাহী।

 

পিতা মাতার ১১ সন্তানের আমি ৫ম ।   অষ্টম শ্রেণী পাস করার পরে অভাব অনটনের সংসারে পড়ালেখা বন্ধ হয়ে যায়। জীবনের তাগিদে  কর্মের টানে উপজেলা যুব উন্নয়ন অফিসে যাই তৎপর তারা আমাকে ১৯৮৯ সালে গবাদী পশূ হাঁস মুরগী পালন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ  করে দেন। প্রথমে ৫০০০/ টাকা নিয়ে ১টি গরু ক্রয় করে প্রকল্প শুরু করি।তাতে আশানুরুপ লাভ হওয়ায়  প্রকল্প আরো সম্প্রাসারণ ও প্রাথমিক চিকিৎসা শুরু করি। ১৯৯২সালে একমাস মেয়াদী মৎস্য চাষ প্রশিক্ষণ গ্রহন করে ১বিঘা পুকুরে মৎস্য পোনা উৎপাদন প্রকল্প শুরু করি । এখানেও বেশ লাভ হওয়ায় প্রকল্প সম্প্রসারণ অব্যাহত রাখি। বর্তমানে আমার সুমী মৎস্য খামার এন্ড প্রানি সম্পদ রোগমুক্তি প্রাথমিক চিকিৎসালয় প্রকল্পে ১৪-১৫ লক্ষ টাকা মুলধন , ০৫জন বেতনভূক্ত, ১০-১২জন খন্ডকালীন কর্মচারী ও পরিবারের সদস্যদের সম্বনয়ে মাসিক ৫০-৬০ হাজার টাকা আয়।

আমি ব্যাক্তিগত ভাবে যুব উন্নয়ন ,আনসার ভিডিবি ,মৎস্য অধিদপ্তরের  এবং কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে এলাকায় আর্থ সামাজিক উন্নয়নে বেকার যুবদের যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে  প্রায় ৩০০যুব/যুব মহিলাকে উুদ্ভুদ্ধ করি।এছাড়া মাদকাশক্তি যুব সমাজ গড়ার প্রচার প্রচারনা,জন্ম বিরতীকরন,জন্ম নিম্বন্ধন ,বাল্য বিবাহ ও যৌতুক বিরোধী কার্যক্রম প্রচারণা সহযোগীতা করি । স্বাস্থ্য সচেতনতা ও এইসআইভি,বয়স্ক শিক্ষা ও উন্মুক্ত জলাশয় মৎস্য চাষ  কার্যক্রম গ্রহনকরেথাকি। সরকারী - বেসরকারী বিভিন্ন দিবস পালনে সার্বিক সহোযোগীতা করি।

সর্বপরি মহান আল্লাহর কৃপায় আমার পারিবারিক অভাব অনটন দুরকরে সমাজে আমি একজন প্রতিষ্ঠিত যুবক। আমার নিজের কর্মসংস্থান সমাজের শতশত বেকার যুব সমাজের কর্মসংস্থানের উপযুর্ক্ত দৃষ্টান্ত। আমি সকলের দোয়া পার্থী।

 

 

                                                                                                মোঃ ইউসুফ আলী

                                                                                                সফল আতœকর্মৗ