রাজশাহী অথবা নাটোর শহর থেকে যাতায়াতের জন্য বাসে উঠে পুঠিয়া বাসস্ট্যান্ডে নেমে পশ্চিম দিকে পায়ে হেঁটে আসলে উপজেলা পরিষদের গেট দেখতে পাওয়া যাবে। সেখান দিয়ে ঢুকে সোজা যেয়ে ডানে উপজেলা পরিষদ চেয়ারম্যানের অফিস দেখা যাবে। তার পাশ দিয়ে যে রাস্তা সোজা চলে গেছে সেই রাস্তা ধরে যেয়ে তার শেষ মাথায় ডানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় দেখা যাবে।
অত্র উপজেলা যে কোন ইউনিয়ন হতে স্থানিয় যানযোগে পুঠিয়া উপজেলা চত্বরে আসতে হবে।এসে উপজেলা যুব উন্নয়ন অফিস এর অবস্থান যে কাউকে জিজ্ঞাসা করলেই জানা যাবে।
//goo.gl/maps/EWhJ4cuyEo1C6uUU7
পত্র যোগাযোগের ঠিকানা নিম্নরুপঃ
গুগল ম্যাপে অফিসে যাওয়ার রাস্তা ছবি দেখতে নিচের লিংকে ক্লিক করুন
//www.google.com.bd/maps/@24.3727771,88.8378637,17z/data=!3m1!4b1!4m2!11m1!3e4?authuser=1
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস