Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়,পুঠিয়া,রাজশাহী এর ওয়েব পোর্টালে আপনাকে স্বাগত।প্রশিক্ষণ নিন,আত্মকর্মী হউন।


কি সেবা কিভাবে পাবেন

 

ক) প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স (৬৪টি জেলা কার্যালয় ও যুব প্রশিক্ষণ কেন্দ্রে  নিম্নবর্নিত সময়ে পরিচালিত হয়):

ক্রমিক নং

প্রশিক্ষণ ট্রেডের নাম

শিক্ষাগত যোগ্যাতা

কোর্সের মেয়াদ ও শুরুর মাস

ভর্তির বিজ্ঞপ্তি জারী/ যোগাযোগের মাস

আসন সংখ্যা (জন)

আবাসন ব্যবস্থা

কোর্স/ভর্তি ফি

১।

গবাদি পশু হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ,  কৃষি ও উহাদের প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ

এইচ এসসি পাশ

৩ মাস / ১ মাস

জুলাই - সেপ্টেম্বর

বিশেষ প্রশিক্ষণ কালিন সময়।

জুন / ভর্তির বিজ্ঞপ্তি মারফত জানিয়ে দেওয়া হয়।

৩০

আবাসিক

ভর্তি ফি- ১০০/-

(একশত) টাকা

জামানত- ১০০/-

(একশত) টাকা

২।

মর্ডাণ অফিস ম্যানেজমেন্ট এন্ড  কম্পিউটার এ্যাপিস্নকেশন

এইচ এসসি পাশ

৬ মাস

জুলাই - ডিসেম্বর

জানুয়ারী - জুন

জুন ও ডিসেম্বর

৩০

অনাবাসিক

ভর্তি ফি- ৫০০/-

(পাঁচশত) টাকা

 

খ) কারিগরী প্রশিক্ষণ(প্রাতিষ্ঠানিক) কোর্সসমূহ (৬৪টি জেলা কার্যালয়ের আওতায়  নিম্নবর্নিত সময়ে পরিচালিত হয়):

ক্রমিক নং

প্রশিক্ষণ ট্রেডের নাম

শিক্ষাগত যোগ্যাতা

কোর্সের মেয়াদ ও

শুরুর মাস

ভর্তির বিজ্ঞপ্তি জারী/ যোগাযোগের মাস

আসন সংখ্যা (জন)

আবাসন ব্যবস্থা

কোর্স/ভর্তি ফি

১।

বেসিক কম্পিউটার এন্ড আইসিটি এপ্লিকেশন কোর্স

এইচ এসসি পাশ

৬ মাস

জুলাই-ডিসেম্বর

জানু-জুন

জুন ও ডিসেম্বর

৬০

অনাবাসিক

১০০০/-

(একহাজার) টাকা

২।

প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন

(বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য)।

এইচ এসসি পাশ

৬ মাস

জুলাই-ডিসেম্বর

জানু-জুন

জুন ও ডিসেম্বর

৩০

অনাবাসিক

২০০০/-

(দুইহাজার) টাকা

৩।

ইলেকট্রনিক্স

৮ম শ্রেণী পাশ

৬ মাস

জুলাই-ডিসেম্বর

জানু-জুন

জুন ও ডিসেম্বর

৩০

অনাবাসিক

৩০০/-

(তিনশত) টাকা

৪।

রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং

৮ম শ্রেণী পাশ

৬ মাস

জুলাই-ডিসেম্বর

জানু-জুন

জুন ও ডিসেম্বর

৩০

অনাবাসিক

৩০০/-

(তিনশত) টাকা

৫।

ইলেকট্রিক্যল এন্ড হাউজ ওয়ারিং

৮ম শ্রেণী পাশ

৬ মাস

জুলাই-ডিসেম্বর

জানু-জুন

জুন ও ডিসেম্বর

৩০

অনাবাসিক

৩০০/-

(তিনশত) টাকা

 

গ) বিশেষ প্রশিক্ষণ কোর্স (৮টি বিভাগীয় জেলাসহ বিশেষ জেলা কার্যালয়ের আওতায়  নিম্নবর্নিত সময়ে পরিচালিত হয়):

ক্রমিক নং

প্রশিক্ষণ ট্রেডের নাম

শিক্ষাগত যোগ্যাতা

কোর্সের মেয়াদ ও শুরুর মাস

ভর্তির বিজ্ঞপ্তি জারী/ যোগাযোগের মাস

আসন সংখ্যা (জন)

আবাসন ব্যবস্থা

কোর্স/ভর্তি ফি

১।

ফ্রিলান্সিং- বেসিক বিষয়ক প্রশিক্ষণ(বেসিক কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তদের জন্য)।

এইচ এস সি পাশ

৩ মাস

ভর্তির বিজ্ঞপ্তি মারফত সময় ও ভেণ্যু জানিয়ে দেওয়া হয়।

৩০

অনাবাসিক

৫০০/-

(পাঁচশত) টাকা

২।

টুরিস্ট গাইড প্রশিক্ষণ

এইচ এস সি পাশ

২ মাস

৩০

অনাবাসিক

৫০০/-

(পাঁচশত) টাকা

৩।

মোবাইল সার্ভিসিং এন্ড রিপিয়ারিং

৮ম শ্রেণী পাশ

১ মাস

৩০

অনাবাসিক

১০০/-

(একশত) টাকা

৪।

ফ্রন্ট ডেস্ক ম্যানেজমেন্ট প্রশিক্ষণ

এইচ এসসি পাশ

২ মাস

৩০

অনাবাসিক

৫০০/-

(পাঁচশত) টাকা

৫।

বিউটিফিকেশন (মহিলাদের জন্য) প্রশিক্ষণ

এস এস সি পাশ

১ মাস

৩০

অনাবাসিক

৫০০/-

(পাঁচশত) টাকা

 

ঘ) অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সমূহ (উপজেলা পর্যায়ে পরিচালিত হয়):

বয়স, শিক্ষাগত

যোগ্যতা ও অন্যান্য

শর্তাবলী

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মোয়াদ

সেবা/ প্রশিক্ষণের

স্থান

আবাসন ব্যবস্থা

কোর্স/ভর্তি ফি

তথ্য প্রাপ্তির স্থান

বয়সঃ ১৮-৩৫ বছর

কমপক্ষে ৫ম শ্রেণী পাশ

এবং একই এলাকার কমপক্ষে ৪০ জন বেকার যুব ও যুব মহিলার একত্রে ব্যাচ গঠন করতে হবে।

১. গাভী পালন/দুগ্ধ খামার স্থাপন

২. গরম্ন মোটা-তাজা করণ

৩. ছাগল পালন প্রশিক্ষণ

৪. পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ

৫. মৎস্য চাষ প্রশিক্ষণ

৬. কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ

৭. ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ

৮. পোশাক তৈরী প্রশিক্ষণ

৯. ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ

১০. এ ছাড়াও স্থানীয় চাহিদা ভিত্তিক যে

কোন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়।

৭-২১ দিন

৭-২১ দিন

৭-২১ দিন

৭-২১ দিন

৭-২১ দিন

৭-২১ দিন

৭-২১ দিন

৭-২১ দিন

৭-২১ দিন

৭-২১ দিন

সংশ্লিষ্ট উপজেলা

 

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীদের

জন্য সুবিধা জনক স্থানে কোন প্রতিষ্ঠান

অনাবাসিক

সম্পূর্ন ফ্রি

উপজেলা যুব

উন্নয়ন কর্মকর্তার কার্যালয়

(সংশ্লিষ্ট উপজেলা পরিষদ)

 

যোগাযোগঃ

১। সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের কার্যলয়।

২। সংশ্লিষ্ট জেলার কো-অর্ডিনেটর/

    ডেপুটি কো-অর্ডিনেটরের কার্যলয়।

 

৩। সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যলয়।

(সংশ্লিষ্ট উপজেলা পরিষদ)