Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                       দ্বিতীয় প্রজন্মের নাগরিক সনদ (সিটিজেন চার্টার) প্রণয়ন

       (যুব উন্নয়ন অধিদপ্তর, রাজশাহী ও এর আওতাধীন থানা/উপজেলা সমূহের জন্য)

 

০১। প্রশিক্ষণ সংক্রামত্ম সেবা

ক) সেবার নাম : প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

সেবা গ্রহীতা : প্রতিবন্ধী, দুঃস্থ, নেশা গ্রস্থ, দরিদ্র ও বেকার যুব এবং যুব মহিলা।

তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী  ও  টেলিফোন নম্বর :

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/কো-অর্ডিনেটর, উপ-পরিচালক

ফোনঃ ০৭২১-৭৭৬৩৮৩, ০৭২১-৭৭২৬০৪

 

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের

মেয়াদ

কোর্স শুরম্নর মাস

আসন সংখ্যা (জন)

বয়স ও শিক্ষাগত যোগ্যতা

কোর্স ফি/ ভর্তি ফি

কোর্সের ধরন ও ভাতার পরিমান

সেবার (প্রশিক্ষণ) স্থান

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

১। গবাদি পশু হাঁস- মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ

২ মাস ১৫ দিন

জুলাই, অক্টোবর, জানুয়ারী ও এপ্রিল

৬০

১৮-৩৫ বছর,

৮ম  শ্রেনী পাশ

১০০/-

আবাসিক।

২ মাস ১৫ দিনে মোট (মাসিক ১,২০০/- হারে) ৩,০০০/- টাকা ভাতা প্রদান করা হয়।

যুব প্রশিক্ষণ কেন্দ্র , যুব উন্নয়ন অধিদপ্তর, রাজাবাড়ী-হাট, রাজশাহী

২। পোশাক তৈরী

৩ মাস ও ৬ মাস

জুলাই, অক্টোবর

( ৩ মাস মেয়াদী) ও জানুয়ারী

( ৬ মাস মেয়াদী)

৫০

১৮-৩৫ বছর,

৮ম  শ্রেনী পাশ

 

এইচ.এস.

সি

৫০/-

অনাবাসিক।

কোন প্রকার ভাতা প্রদান করা হয় না।

যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা কার্যালয়, ষষ্টিতলা,  রাজশাহী

৩। মৎস্য চাষ

১ মাস

প্রতি মাসে

২০

১৮-৩৫ বছর,

৮ম  শ্রেনী পাশ

৫০/-

অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না।

৪। বস্নক বাটিক ও স্ক্রীন প্রিন্টিং

৪ মাস

জুলাই, নভেম্বর ও মার্চ

৪০

১৮-৩৫ বছর,

৮ম  শ্রেনী পাশ

৫০/-

অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না।

৫। মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার এ্যাপিস্নকেশন

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৬০

১৮-৩৫ বছর,

এইচ এস সি পাশ

৫০০/-

অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না।

৬। কম্পিউটার (বেসিক)

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৬০

১৮-৩৫ বছর,

এইচ এস সি পাশ

১,০০০/-

অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না।

আঞ্চলিক মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র, , যুব উন্নয়ন অধিদপ্তর, রাজাবাড়ীহাট, রাজশাহী

৭। কম্পিউটার (গ্রাফিক্স)

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৩০

১৮-৩৫ বছর,

এইচ এস সি ও বেসিক কোর্স পাশ

২,০০০/-

অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না।

৮। ইলেকট্রনিক্স

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৩০

১৮-৩৫ বছর,

এস এস সি পাশ

৩০০/-

অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না।

৯। রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৩০

১৮-৩৫ বছর,

এস এস সি পাশ

৩০০/-

অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না।

১০। ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়ারিং

৬ মাস

জুলাই ও জানুয়ারী

৩০

১৮-৩৫ বছর,

৮ম শ্রেনী পাশ

৩০০/-

অনাবাসিক। কোন প্রকার ভাতা প্রদান করা হয় না।

 

 

খ) সেবার নাম : অ-প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ

    সেবা গ্রহীতা : প্রতিবন্ধী, দুঃস্থ, নেশা গ্রস্থ, দরিদ্র ও বেকার যুব এবং যুব মহিলা।

    তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী  ও  টেলিফোন নম্বর :

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/কো-অর্ডিনেটর, উপ-পরিচালক

   ফোনঃ ০৭২১-৭৭৬৩৮৩, ০৭২১-৭৭২৬০৪

 

বয়স, শিক্ষাগতযোগ্যতা ও অন্যান্য শর্তাবলী

প্রশিক্ষণ ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

সেবার (প্রশিক্ষণ) স্থান

ভর্তি ফি/ কোর্স ফি

০১

০২

০৩

০৪

০৫

১৮-৩৫ বছর,

৫ম শ্রেনী পাশ এবং একই এলাকার কমপক্ষ ৩০-৪০ জন বেকার যুব ও  যুব মহিলার একত্রে ব্যাচ গঠন করতে হবে

১। গাভী পালন/ দুগ্ধ খামার স্থাপন

৭-১০ দিন

সংশিস্নষ্ট উপজেলা

( উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কর্তৃক নির্বাচিত সুবিধা জনক কোন প্রতিষ্ঠান)

কোন ভর্তি ফি বা কোর্স ফি লাগে না।

২। গরম্ন মোটাতাজাকরণ

৭-১০ দিন

 ৩। ছাগল পালন প্রশিক্ষণ

৭-১০ দিন

৪। পারিবারিক হাঁস-মুরগী পালন প্রশিক্ষণ

৭-১০ দিন

৫। মৎস্য চাষ প্রশিক্ষণ

৭-১০ দিন

৬। কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের প্রশিক্ষণ

৭-১০ দিন

৭। ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক প্রশিক্ষণ

৭-১০ দিন

৮। পোশাক তৈরী প্রশিক্ষণ

২৫ দিন

৯। বস্নক  ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ

২৫ দিন

১০। এ ছাড়াও স্থানীয় চাহিদা ভিত্তিক যে কোন ট্রেডে প্রশিক্ষণদেয়া হয়।

৭-২৫ দিন

 

 

২। সেবার নাম : যুব ঋণ সংক্রান্ত সেবা

 

    সেবার নাম : প্রকল্প গ্রহণে ঋণ প্রদান

    তথ্য সরবরাহে নিয়োজিত কর্মকর্তার পদবী  ও  টেলিফোন নম্বর :

    উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা/সহকারী পরিচালক/কো-অর্ডিনেটর, উপ-পরিচালক

   ফোনঃ ০৭২১-৭৭৬৩৮৩, ০৭২১-৭৭২৬০৪

 

 

ঋণের জন্য প্রশশক্ষণের ধরণ

ঋণের পরিমান (জন প্রতি)

সার্ভিস চার্জ

কিস্তি পরিশোধের ধরণ ও সার্ভিস চাজ

গ্রেস পিরিয়ড (অবকাশ কালীন সময়)

পরিশোধের মেয়াদ

জামানত

ঋণের দফা

ঋণ গ্রহণে খরচ

ঋণ গ্রহণের সময়সীমা

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০৮

০৯

১০

১। পরিবার ভিত্তিক প্রশিক্ষণ প্রাপ্ত

৮,০০০/- থেকে  ১৬,০০০/- টাকা পর্যন্ত (দফাওয়ারী)

১০%

সাপ্তাহিক

২১ দিন

০১ বছর

নেয়া হয় না।

যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ  ৫ম দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

প্রতি গ্রুপ   (৫জন) এর জন্য ঋণ চুক্তি পত্রের জন্য ১৫০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প

১ম দফা ঋণ মঞ্জুরীর ক্ষত্রে জরিপ ও প্রশিক্ষণ শেষে আবেদন পত্র যাচাই-বাছাই এবং জেলা কার্যালয়ে দাখিলসহ জেলা ঋণ কমিটি কর্তৃক  অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ১ (এক) মাস। এবং ২য়, ৩য়,৪র্থ ও ৫ম দফায় ঋণ প্রাপ্তির সময়সীমা ২০ (বিশ) দিন।

২। অ-প্রাতিষ্ঠানিক/ ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রাপ্ত

সর্বোচ্চ ২৫,০০০/- টাকা পর্যন্ত

১০%

মাসিক

০৩ মাস

০১ থেকে  ০২ বছর (ট্রেড অনুযায়ী)

জামিনদারের জমির মূল দলীল/ দলীলের সার্টিফাইড কপি/ হালনাগাদ পর্চা ও দাখিলা জমা নেয়া হয়।

যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ  ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

১। আবেদন ফর্মের দাম ১০/- টাকা।

২। ঋণ চুক্তি পত্রের জন্য ৩০০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প

আবেদন পত্র দাখিল যাচাই-বাছাই উপজেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ (এক) মাস।

৩। প্রাতিষ্ঠানিক  প্রশিক্ষণ প্রাপ্ত

সর্বোচ্চ ৫০,০০০/- টাকা পর্যন্ত

১০%

মাসিক

০৩ মাস

০১ থেকে  ০২ বছর (ট্রেড অনুযায়ী)

যথাযথ পরিশোধের উপর ভিত্তি করে সর্বোচ্চ  ৩য় দফা পর্যন্ত ঋণ প্রদান করা হয়।

১। আবেদন ফর্মের দাম ১০/- টাকা।

২। ঋণ চুক্তি পত্রের জন্য ১৫০/- টাকার নন-জুডিশিয়াল ষ্ট্যাম্প

উপজেলা পর্যায়ে আবেদন পত্র দাখিল, যাচাই-বাছাই এবং জেলা কার্যালয়ে দাখিলসহ জেলা ঋণ কমিটি কর্তৃক অনুমোদনসহ ঋণ প্রাপ্তির সময়সীমা ০১ (এক) মাস।

 

 

 

০৩। যুব সংগঠন তালিকাভূক্তি(Enlistment)সংক্রান্ত সেবা

 

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব কার্যক্রম সমূহ বাস্তবায়নের লক্ষ্য বেসরকারী যুব সংগঠন সমূহকে 

তালিকা ভুক্তি করা হয়। তালিকাভুক্তির নিয়মঃ

সেবার নাম : তালিকা ভূক্তি

তালিকা ভূক্তির জন্য সংগঠনের ধরণ : যুব সংগঠন

আবেদন ফর্ম প্রাপ্তির স্থান : যুব উন্নয়ন অধিপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ে

 

 

আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজ পত্র

তালিকা ভূক্তির জন্য খরচ

জেলা কার্যালয় কর্তৃক তালিকাভূক্তি সম্পাদনের সময়

তথ্য সরবরাহে

নিয়োজিত কর্মকর্তার

পদবী  ও

টেলিফোন নম্বর

১। গঠন তন্ত্র অনুমোদনকারী সভার কার্যবিবরণীর সত্যায়িত অনুলিপি এবং কার্যনির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত কার্য বিবরণীর সত্যায়িত অনুলিপি৩ কপি।

২। কার্য নির্বাহী এবং সাধারণ পরিশোধের সদস্য ও সদস্যাদের নাম, পেশা, বর্তমান ও  স্থায়ী ঠিকানা এবং স্বাক্ষরসহ নামের তালিকা ০৩ কপি।

৩। বাড়ী ভাড়াঃ ক) নিজস্ব সম্পত্তি হলে মূল দলিল এবং হালনাগাদ খাজনার সত্যায়িত অনুলিপি খ) ভাড়াবাড়ী হলে চুক্তি পত্রের ০২কপি সত্যায়িত ফটো কপি।

৪। ব্যাংক হিসাবের  সনদের সত্যায়িত অনুলিপি ০৩ কপি।

৫। গঠন তন্ত্রের ফটোকপির ০৩ কপি সত্যায়িত অনুলিপি।

৬। যুব সংগঠনের নিজস্ব প্যাডে পৃথক পৃথক ভাবে বর্তমান ও ভবিষ্যৎ  কার্যক্রম।

তালিকা ভহক্তির জন্য কোন খরচ করতে হয় না।

জেলা কার্যালয়ে আবেদনপত্র প্রাপ্তির পর ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে তালিকাভূক্তি করা হয়।অসম্পন্ন/ ক্রটিপূর্ণ আবেদনপত্র উল্লিখিত সময়সীমার মধ্যেই ফেরত প্রদান করা হয়।

উপজেলা যুব

উন্নয়ন কর্মকর্তা/

সহকারী পরিচালক/

উপ-পরিচালক

 

ফোনঃ

০৭২১-৭৭৬৩৮৩,

০৭২১-৭৭২৬০৪

 

০৪। যুব সংগঠনকে অনুদান প্রদান সংক্রান্ত সেবাঃ

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক যুব কল্যাণ তহবিল থেকে  প্রতিবছর বাছাইকৃত যুব সংগঠন

সমূহকে প্রকল্প ভিত্তিক ১০,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হয়।

এ ছাড়া অনুন্নয়ন খাতের আওতায়  প্রতিবছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রতি জেলায় ০১ টি

এবং সিটি কর্পোরেশন থেকে ০১ টি করে প্রকল্প ভিত্তিক অনুদান প্রদান করা হয়।

যাবতীয় তথ্য ও ফর্ম যুব উন্নয়নের ওয়েব সাইট  www.dyd.gov.bdথেকে সংগ্রহ করা যায়।

 

 

 

০৫।পূরস্কার সংক্রান্ত

 

সেবার নাম : যুব পুরস্কার

তালিকা ভূক্তির জন্য সংগঠনের ধরণ : যুব সংগঠন

কত জনকে দেয়া হয় :  প্রতিবছর সর্বমোট ১৬ জন যুবকে এ পুরস্কার দেয়া হয়।

 

 

যুব পুরস্কারের নাম

যে কাজের জন্য পুরস্কার দেয়া হয়

বিস্তারিত তথ্য

১। জাতীয় যুব পুরস্কার

যুব উন্নয়ন অধিদপ্তর হতে প্রশিক্ষণ ও যুব ঋণ গ্রহণ করে আত্মকর্মসংস্থানে সফল হয়ে সমাজে দৃষ্টামত্ম স্থাপন করেছেন।

মহাপরিচালক/ পরিচালক /উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েব সাইট

www.dyd.gov.bd

২। কমনওয়েল্থ যুব পুরস্কার

যুব ও যুব সংগঠনকে যুব উন্নয়ন কর্মকান্ডে, আদিবাসি যুবদের উন্নয়ন মূলক কর্মকান্ডের জন্য এ পুরস্কারদেয়া হয়।

৩। সার্ক ইয়ুথ এ্যাওয়ার্ড

দক্ষিণ এশীয় অঞ্চলে যুবদের সজনশীল এবং উৎপাদনমূখী কার্যক্রমে স্বীকৃতি সরূপ ১৯৭৭ সাল থেকে যুবদের সার্ক ইয়ুথ এ্যাওয়ার্ড প্রদান করা হয়।